Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদ

 

কালের স্বাক্ষী বহনকারী তিতাস নদর  তীরে গড়ে  উঠা নবীনগর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো সলিমগঞ্জ ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ সলিমগঞ্জ ইউনিয় শিকষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

১। অফিসের নামঃ ছালিমগঞ্জ ইউনিয়ন পরিষদ।

২। অফিসের ঠিকানাঃ ছলিমগঞ্জ, উপজেলাঃ নবীনগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।

৩। ছলিমগঞ্জ ইউনিয়ন মেট ০৯ (নয়) টি গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত।

(১) বাড্ডা (২) চর বাড্ডা (৩)       বন্দে বাহের চর (৪) কাজীর গাও (৫) কাদৈর (৬) বাড়াইল (৭) নিলখী (৮) রাজনগর (৯) বাড়াইল কৈবত্য পাড়া।

৫। ছলিমগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড সংখ্যা হল ০৯ (নয়) টি। 

৬। ছলিমগঞ্জ ইউনিয়নে মোট লোক/ জনসংখ্যা হল ১৮৬৫১ জন ।

৭। ছলিমগঞ্জ ইউনিয়নের বাজার এর সংখ্যা হল ১ টি যা ছলিমগঞ্জ বাজার নামে পরিচিত।

৮। ছলিমগঞ্জ ইউনিয়ন কলেজ সংখ্যা হল ১টি । ছলিমগঞ্জ কলেজ নামে পরিচিত।

৯। মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা হল ২টি (১) ছলিমগঞ্জ এ,আর,এম উচ্চ বিদ্যালয় (২) ছলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।

১০। মাদ্রাসার সংখ্যা হল ৪টি।

১১। প্রাথমিক বিদ্যলয় সরকারী  এর সংখ্যা হল ৫টি

১২। বেসরকারী প্রাথমিক বিদ্যালয় এর সংখ্যা হল ২টি।

১৩। কবরস্থান এর সংখ্যা হল ৭ টি

১৪। ঈদগাহ এর সংখ্যা হল ৫ টি

১৫। মসজিদ এর সংখ্যা হল ৩০ টি 

১৬। সুবিধাভোগিদের তালিকাঃ

 বয়স্ক ভাতা,= ৩৬৫ জন  বিধাব ভাতা, = ১৩৩ জন  প্রতিবন্ধি ভাতা,= ৩৮ জন মুক্তিযোদ্ধা ভাতা = ৪০ জন।

১৭। ইউনিয়নের আয়তন ২২৯৮ একর

১৮। এনজিও এর সংখ্যা ৪টি

১৯। চিতা শাল ৪টি

২০। মন্দির ২ টি